ফাইল চিত্র 

সাড়ে ৭ কোটি মানুষের জন্য আসছে স্বাস্থ্য-সাথী প্রকল্পের স্মার্ট কার্ড


স্বাস্থ্য-সাথী প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের অধীনে এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পাওয়া যাবে বিমার সুবিধা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে ৭ কোটি মানুষের কাছে এই প্রকল্প পৌঁছনোর পরিকল্পনা রয়েছে সরকারের। 



বাংলার সাড়ে ৭ কোটি মানুষের কাছে প্রকল্প পৌঁছনোর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য পরিষেবার অধীনে না থাকলেই সবার জন্য স্বাস্থ্য-সাথী। বেসরকারি হাসপাতালেও মিলবে বিমার সুবিধে। স্বাস্থ্য সাথী প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে।’


পাশাপাশি এদিন, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য সরকারের কাছে নাম লেখানোর জন্য আহ্বান করেন তিনি। তিনি বলেন, ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড।’ বেসরকারি হাসপাতালেও মিলবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা।