সংবিধান দিবসে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের
মুখ্যমন্ত্রীকে টুইটকে ফের খোঁচা দিলেন রাজ্যপাল। সংবিধান দিবসের সকালে সংবিধান মেনে বাংলা শাসনের পরামর্শ দিলেন রাজ্যপাল। নিশানা করেন সরকারি কর্মীদেরও।
টুইট করে সংবিধান দিবসের শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনেকড়। এদিন তিনি লেখেন, ''সংবিধান দিবসে শুভেচ্ছা। ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলির প্রতি আমাদের মনে করিয়ে দেওয়ার একটি দিন যা ভারতের গণতান্ত্রিক চেতনার সারমর্ম। আসুন আমরা এই দিনে জাতির অগ্রগতির জন্য আমাদের মৌলিক কর্তব্য পালনের প্রতিশ্রুতি গ্রহণ করি।''
Greetings on #ConstitutionDay ~ A day to remind ourselves on the ideals of justice, liberty, equality and fraternity that are the essence of India's democratic spirit.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 26, 2020
Let us on this day take a pledge to observe our fundamental duties for the progress of the nation.
এরপরে অপর একটি টুইটে মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলার পরামর্শ দেন তিনি। তিনি লেখেন, ''সংবিধান মেনে চলা গণতন্ত্রের বেঁচে থাকার জন্য দরকার। সাংবিধানিক নিয়ম অনুসরণ, আইনের শাসন এবং মানুষের মূল্যবোধ ও মানুষের অধিকার রক্ষার সময়। সরকারী কর্মীদের অবশ্যই রাজনৈতিক অবস্থানের পরিবর্তে সংবিধানের মশাল হতে হবে।''
Adherence to constitution is quintessential to survival of democracy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 26, 2020
Time @MamataOfficial to follow constitutional norms, rule of law and protect human values and rights of the people.
Public servants must be torch bearers of constitution rather than be in political stance.
প্রসঙ্গত, রাজ্য- রাজ্যপাল সম্পর্ক যে মধুর নয় তা অজানা নয়। একাধিক বিষয় নিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত চলছেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊