বড় পাওয়া! দীপাবলিতে আলোর রোশনাই অস্ট্রেলিয়ার অপেরা হাউসে
আলোর উৎসবে ভারতের সাথে এবার সামিল হল অস্ট্রেলিয়াও। সাধারনত নববর্ষের রাতে প্রতি বছর জ্বলে ওঠে সিডনি অপেরা হাউস ও সিডনি হারবার। কিন্তু এবার হল ব্যতিক্রম। দীপাবলিতে আলোর রোশনাই ছড়লো অপেরা হাউসে।
দীপাবলি উপলক্ষ্যে অপেরা হাউসকে আলোকিত করার উদ্যোগ নেন অস্ট্রেলিয়ায় ভারতের কনসাল জেনারেল মণীশ গুপ্ত ও নিউ সাউথ ওয়েলসের সাংসদ জিওফ লি।
লি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক পোক্ত করতে আজকের সন্ধেয় দীপাবলি পালন করছি আমরাও। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বসবাসকারী ভারতীয়দের উত্সবে সামিল হতে আলোকিত করা হচ্ছে সিডনি ওপেরা হাউস।
মণীশ গুপ্ত বলেন, দীপাবলিতে অপেরা হাউস আলোকিত করা ভারতীয়দের কাছে বড় পাওনা। কোভিড পরিস্থিতিতেও যেভাবে এই আয়োজন করা হয়েছে তা অস্ট্রেলিয়ায় বসাবসকারী ভারতীয়রা ও দেশের মানুষ খুশি হবে। এর জন্য আমরা কৃতজ্ঞ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊