সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের NIA তদন্তের দাবি উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চে



মালদা জেলার সুজাপুরে জনবহুল এলাকায় প্লাস্টিক কারখানায় বোমা বিস্ফোরণে 5 জন নিহত ও বহু আহত হয়। উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার জন্য NIA তদন্ত দাবি করা হয়। 



আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার নন্দী বলেন, এই ঘটনার সাথে খাগড়াগড়ের মিল পাওয়া যাচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে NIA তদন্তের নির্দেশ দিক। মালদা সহ সমগ্র উত্তরবঙ্গ বারুদের উপদ্রব আছে। গত 15/11/2020 তারিখেও রাজ্যপাল মহোদয়কেও এই বিষয়ে আমরা অবগত করিয়ে ছিলাম, উনিও এই বিষয়ে চিন্তিত। তাই উনার কাছে পুনরায় কেন্দ্রীয় সরকারের কাছে NIA তদন্তের দাবি জানানো অনুরোধ করছি। 


প্রসঙ্গত তিনি জানান, এই ঘটনাকে ধামাচাপা দেবার এক লজ্জাজনক প্রচেষ্টা সরকারী দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে, সেটা লজ্জা জনক। রাজ্য সরকার, জেলাশাসক, SP সমেত রাজনৈতিক নেতাদের বিবৃতি কিছু হয়নি, সেটা আরও লজ্জাজনক।


তাই সংগঠনের পক্ষ থেকে NIA তদন্ত দাবি করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি করছি। আর যদি তা না হয়, তবে বৃহৎ আন্দোলন জন্য প্রস্তুত হচ্ছে মালদা সহ উত্তরবঙ্গের মানুষ।