Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেস-ওয়েলফেয়ার পার্টির মিছিল


২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেস-ওয়েলফেয়ার পার্টির মিছিল  


সংবাদ একলব‍্য: 



২৪ শে নভেম্বর কোচবিহারে মহামিছিল ও ২৬ শে নভেম্বর সারা দেশ ব্যাপি সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ দিনহাটার ওকরাবাড়ি বাজারে বাম, কংগ্রেস ও ওয়েলফেয়ার পাটির যৌথ মঞ্চের ডাকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় । 


এদিনের এই মিছিলে মূল‍্যবৃদ্ধি, দুর্নীতিসহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে ২৬শে নভেম্বর দেশব‍্যাপী ধর্মঘট পালনের সমর্থন করার আহ্বান জানায় বাম-কংগ্রেস-ওয়েলফেয়ার যৌথ মঞ্চ। 


এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব কংগ্রেসর সধারন সম্পাদক দুলাল রহমান, এস এফ আই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস,সিতাই বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আবুবকর সিদ্দিক, ওয়েলফেয়ার পাটির জেলা সম্পাদক সামিম আক্তার ও অন্যান্য নেতৃবৃন্দ।


যৌথ মঞ্চের এদিনের মিছিলে বেশ জনসমাগম দেখা যায়। মিছিলে যুবক দের উপস্থিতিও ছিল বেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code