কোচবিহার নারায়ণী ব্যাটেলিয়ন-সহ রাজ‍্য পুলিশে নতুন তিন ব‍্যাটলিয়ন সংযোজনের ঘোষনা মুখ‍্যমন্ত্রীর



কোভিড পরিস্থিতির জেরে আটকে বহু কাজ। নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে স্কুল-কলেজ বন্ধ সব কিছুই। ফলে একপ্রকার নিরাশায় ভুগছিল রাজ‍্যের চাকুরিপ্রার্থীরা। সেই নিরাশ মনে একটু আশার আলো জোগালো রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। 



এদিন নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে দুই মাসের মধ‍্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করার কথা ঘোষনা করলেন তিনি। পাশাপাশি, নতুন করে প্রাথমিক টেট নেওয়ার কথাও জানান মুখ‍্যমন্ত্রী। এর পাশাপাশি, রাজ্যের নিরাপত্তায় গুরুত্ব দিয়ে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 


রাজ‍্য পুলিশে নতুন করে তিন ব‍্যাটলিয়ন তৈরির কথা জানিয়েছেন। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন এবং কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির কথা তিনি জানিয়েছেন। শুধু ব‍্যাটলিয়ন ঘোষণাই নয় তিন ব‍্যাটলিয়ন অন্তত ৩০০০ নিয়োগ করার ঘোষনা করেন মুখ‍্যমন্ত্রী। কীভাবে, কবে থেকে নিয়োগ হবে, কারা সুযোগ পাবেন, সেসব রূপরেখা স্থির করার দায়িত্ব তিনি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের উপরই ছেড়েছেন। 


কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া বেকার যুব সমাজে।
Posted by Sangbad Ekalavya on Wednesday, November 11, 2020