নিজের বাড়ি থেকে নিখোঁজ যুবক 


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া গ্রামে নিজের বাড়ি থেকে গত ৩১/১০/২০২০ থেকে মনিরুল সেখ নামে ৩৫ বছরের যুবক নিখোঁজ হয়ে যায়। 



পরিবার সুত্রে জানা যায় যে কাজের তাগিদে বাড়ি থেকে বের হয়া পরবর্তীতে অনেকটা সময় কেটে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি।বহু খোঁজা খুঁজির পর তার তার খোঁজ না মেলায় গত ০২/১১/২০২০ খড়গ্রাম থানাতে নিখোঁজ ডায়েরি করেন। কোন সহৃদয় ব্যাক্তি ভাইয়ের খোঁজ দিলে দশ হাজার টাকা পুরস্কার দেবেন বলে জানান তার দাদা মনিরুল শেখ।


নিখোঁজের সময় পরনে ছিলো সবুজ গেঞ্জি ও নীল লুঙ্গি। গায়ের রং ফর্সা, শরীরের গঠন পাতলা ও উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি।