২১ এর নির্বাচনের আগে চাপে রাজ্য- তিন সংগঠন একসাথে রাজ্যের আংশিক সময়ের শিক্ষকদের স্বার্থে বৃহত্তর আন্দোলনের পথে 



19 শে নভেম্বর বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তিনটি সংগঠন SPTTA, PTSTEWA  এবং সারা বাংলা সংগঠন সকলে মিলে গঠন করা হয় "স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চ।"এই মঞ্চ থেকে আগামীদিনে যতদিন পর্যন্ত তাদের স্থায়ীকরণ না হয় ততদিন একসাথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হয়।

আজ সর্ব সম্মতিক্রমে একটি রাজ্য স্তরে কমিটি গঠন করা হয়। সংগঠনের রাজ্য সভাপতি সমীর দেওঘোরিয়া বলেন, রাজ্যের বিভিন্ন জেলার সরকারি এবং আধা সরকারি বিদ্যালয়গুলিতে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে বছরের পর বছর নিষ্ঠার সাথে তারা কাজ করে চলেছেন।তাদের মাসিক বেতন 1000 টাকা থেকে 3000 টাকা, সেটাও এখন বন্ধ আছে।সারা রাজ্যে এদের সংখ্যা প্রায় দশ হাজার। কাজের কোনো স্থায়ীত্ব নেই। বর্তমানে বিশ্ব মহামারী করোনার কারণে এখন গৃহ শিক্ষকতা করাও বন্ধ ।

এইরূপ পরিস্থিতিতে তাদের পক্ষে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্য মঞ্চ গঠন করা হয়।

তাদের দাবী

1) স্থায়ীকরণ।

2) চাকুরিতে শিট সংরক্ষন।

3) নায্য বেতন।

4)অবসর সময় এককালিন ভাতা প্রদান।

5) শারদ উৎসবে বোনাস।

6)স্বাস্থ্য সাথি সুরক্ষা প্রদান।

7) পুনর্নিয়োগ।