কলকাতায় কালীপূজোর উদ্বোধনে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব-অল- হাসান 

কলকাতাঃ 

সদ্য আইসিসি-র এক বছরের নির্বাসন কাটিয়ে মুক্ত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব অল হাসান। নির্বাসন কাটিয়ে ওঠার সাথে সাথেই একদিকে যেমন ফিরে পেয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডারের র‍্যাংকিং তেমনিই বজায় রয়েছে তাঁর জনপ্রিয়তা। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছ'টায় কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন কালীপুজোর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক পরেশ পাল। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।


জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে গাড়িতে করে ভারতে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার পুজোর উদ্বোধন করে শুক্রবার দেশে ফিরবেন এমনই পরিকল্পনা। তাঁর ভারতে আসার জন্য এদিন সীমান্তে আটসাঁট নিরাপত্তারও ব্যবস্থা করা হয়।


কলকাতার পুজো উদ্বোধনে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব অল হাসান -এর উপস্থিতি নিয়ে বেশ ভিড় জমায় মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাকিব বলেন, 'করোনাভাইরাস মহামারীতে যারা মারা গিয়েছেন, তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে ও বিদেশে সবার প্রতি এই আহ্বান থাকবে আমার।'



তিনি আরও বলেন, ‘এ জায়গাটা আমার কাছে ঘরের মতোই মনে হয়। তাই আপনারা আমাকে ডাকলে আমি কখনও নিষেধ করি না। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমাকে সমর্থন দিয়ে যাবেন। পাশাপাশি সবাই একসঙ্গে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।


আয়োজক পরেশ পাল বলেন, ‘এই করোনার সাময়ে সাকিব আল হাসান আমাদের সময় দেয়ায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি’র পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।