Latest News

6/recent/ticker-posts

Ad Code

'বাজি'র ট্রেলারে মিমির সাহসী চুম্বন দৃশ্য, নজর কাড়ল অ্যাকশন ও রোমাঞ্চে

 


'বাজি'র ট্রেলারে  মিমির সাহসী চুম্বন দৃশ্য, নজর কাড়ল অ্যাকশন ও রোমাঞ্চে 


বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত জিৎ - মিমি অভিনীত বাংলা ছবি 'বাজি'-র ট্রেলর। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনে বন্ধ হয়ে যায় শ্যুটিং। মার্চে হঠাৎ লকডাউনের পর শ্যুটিং বন্ধ করে লন্ডন থেকে ফিরে আসতে হয়েছিল জিৎ-মিমি সহ 'বাজি'র গোটা টিমকে। গত সেপ্টেম্বরে লন্ডনে গিয়ে পুরো শ্যুটিং শেষ করে টিম 'বাজি'। 


বৃহস্পতিবার মুক্তি পাওয়া ১ মিনিটের টিজারে ধরা পড়ল ছবির কিছু ঝলক। টান টান উত্তেজনা নিয়ে অ্যাকশন দৃশ্য, জিতের ঠোঁটে ঠোঁট রেখে মিমির সাহসী চুম্বন দৃশ্য নজর কাড়ল প্রতিক্ষায় থাকা দর্শকের। 'আয় না কাছে রে' গানের একটু ঝলকও রয়েছে টিজারে। 



তবে, কবে মুক্তি পাচ্ছে তা এখনও ঘোষণা করা হয়নি। ছবিতে জিৎ-মিমি ছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ সহ আরও অনেকেই। অ্যাকশন -রোমাঞ্চে জমজমাট 'বাজি'-র মুক্তির দিনের অপেক্ষায় দর্শক মহল।

দেখুন ট্রেলর- 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code