CBSE Exam: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি নিয়ে বড় ঘোষণা
করোনা সংক্রমণের জেরে বহু দিন যাবত দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা। বাজারে আসেনি ভ্যাকসিন। আগামিদিনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কি সিদ্ধান্ত নেবে সরকার সে দিকেই তাকিয়ে সকলেই। এরই মাঝে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষাসূচি নিয়ে বড়সড় ঘোষণা করলেন বোর্ড সেক্রেটারি।
তবে পরীক্ষা যে হচ্ছেই তা নিশ্চিত করলেন বোর্ড সেক্রেটারি। বোর্ড সেক্রেটারি জানালেন, নিশ্চিতভাবেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। আর শীঘ্রই প্রকাশিত হবে পরীক্ষার সূচি।
সংবাদসংস্থা পিটিআই থেকে জানা যায়, শুক্রবার সিবিএসই-র সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠি বলেছেন, ‘নিশ্চিতভাবেই সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা হবে। শীঘ্রই সূচি প্রকাশিত হবে।’
CBSE exams for class 10 and 12 will happen for sure and a schedule is likely to be announced soon: Board secretary Anurag Tripathi
— Press Trust of India (@PTI_News) November 20, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊