RYB SILIGURI-এর উদ্যোগে অনলাইন সরা পেইন্টিং এক্সিহিবিশন


নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ 


বাংলার এক প্রায় হারিয়ে যাওয়া শিল্প সরা পেইন্টিং। আজ সভ্যতার উন্নয়ন এর সাথে সাথে, আধুনিকতার চোখ ধাঁধানো আলোর ঝলমলে পরিবেশে আমরা আমাদের একান্ত আপন কিছু জিনিস হারিয়েই ফেলেছি আর কিছু লুপ্তির পথে। RYB SILIGURI, contemporary group of North Bengal এর উপস্থাপনা DEVI 2, online 'sora painting exhibition সেই হারিয়ে যাওয়া সরা পেইন্টিং শিল্পের এবং শিল্পীদের শ্রদ্ধা জানানোর চেষ্টা মাত্র।


করোনা আবহে আজ RYB SILIGURI এর উদ্যোগে ও আয়োজনে চলছে অনলাইন সরা পেইন্টিং এক্সিহিবিশন। মহামারীর কবলে এখন বিশ্ব। ফলে অনলাইনকেই মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে আপামর জন সাধারন। সেই অনলাইনকেই বেঁছে নিয়েছে RYB SILIGURI । 



এই এক্সহিবিশনের উদ্বোধন করেছেন শিলিগুড়ির বিশিষ্ট পরিবেশবিদ সুজিত রাহা। তিনি এই প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন। বিভিন্ন জেলায় বাস করা RYB Siliguri' র ১৭ জন সদস্যদের সাথে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিশিষ্ট চার জন শিল্পী এতে অংশগ্রহণ করছেন।