অসুস্থ রুশ পেসিডেন্ট পুতিন, দায়িত্ব ছাড়ার আশঙ্কা! 


গুরুতর অসুস্থ রুশ প্রেসিডেন্ট পুতিন। পারকিনসন্স রোগে আক্রান্ত বলে আশঙ্কা। ফলে আগামী বছরের শুরুতেই পদ ছাড়ার কথা বলে সূত্রের খবর বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। 


স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে ৬৮ বছরের পুতিনের ৩৭ বছরের গার্লফ্রেন্ড অ্যালিনা কাবায়েভা ও দুই কন্যা তাঁকে দায়িত্ব ছাড়তে চাপ দিচ্ছেন বলে খবর। মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।



সোলোভেই দাবি, পুতিনের পারকিনসন্স রোগের লক্ষন দেখা দিয়েছে পারকিনসন্স অসুখে ভুগতে পারেন। ফলে পরিবারের থেকে বেশ চাপ সৃষ্টি হয়েছে তাঁর ওপর। আগামী বছরের জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে পারেন তিনি। 


রাশিয়ার আইনপ্রণেতারা যে কোনও ফৌজদারি মামলা থেকে প্রাক্তন প্রেসিডেন্টদের অব্যাহতি দান সংক্রান্ত একটি আইনের বিবেচনা করছেন। এরইমধ্যে পুতিনের এই অবসরের জল্পনার বিষয়টি সামনে এসেছে।