বৈঠকের আগেই স্বাস্থ্যবিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত জানিয়ে রাজ্যকে চিঠি পূর্ব রেলের 


লোকাল ট্রেন চালানোর বিষয়ে কথা বলতে রাজ্য-রেল বৈঠকের আগেই স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত জানিয়ে রাজ্যকে চিঠি দিল পূর্ব রেল। তাদের দাবি, আগে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে রাজ্যকে। গত কয়েকদিন আগে স্পেশাল ট্রেনে যাতায়ত নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছিল ফলে লোকাল ট্রেনের নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠকে রাজ্যের পুলিশ প্রতিনিধিদের ও রাজ্য পুলিশের ডিজি-কে থাকতে অনুরোধ করা হয়েছে পূর্ব রেলের তরফে বলে খবর। 


রাজ্য প্রশাসন সূত্রে খবর, রাজ্য চাইছে, শুধু অফিস টাইমে লোকাল ট্রেন চলুক। সেক্ষেত্রে ক’টি ট্রেন, কোন কোন রুটে সকালে ও বিকেলে চলবে, তা নিয়ে কথা হবে বলে খবর। যে সব ট্রেন চলবে সেগুলি কোন কোন স্টেশনে দাঁড়াবে, কারা ট্রেনে উঠবেন, মেট্রোতে যেমন ই-পাস ছাড়া ওঠা যায় না ট্রেনেও একই ব্যবস্থা করা যায় কিনা, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। 



কীভাবে লোকাল ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ করা যাবে? আরপিএফ এবং রাজ্য পুলিশ কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে? লোকাল ট্রেনের অতগুলি দরজা নিয়ন্ত্রণ করা সমস্যার। কী করে নিয়ন্ত্রন করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা।