বিজেপি যুব কার্যকর্তা বিজয় শীলকে হত্যার প্রতিবাদে থানায় ডেপুটেশন


সুজিত মণ্ডল, ময়না,পূর্ব মেদিনীপুর

নাদিয়া জেলায় গয়েশপুর বুথে ভারতীয় জনতা পার্টির যুব কার্যকর্তা বিজয় শীলকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গলায় দড়ি লাগিয়ে হত্যার প্রতিবাদে সারা পশ্চিম বঙ্গ ব্যাপী প্রতিটি থানায় ডেপুটেশন হয়। সেই কর্ম সূচি অনুযায়ী আজ ময়না থানাতেও বিজেপি পার্টি ময়না থানাতে ডেপুটেশন দেয়। 


বিজেপি পার্টির জেলা সম্পাদক চন্দন মণ্ডল ,উত্তর মণ্ডলের সভাপতি দেবদাস মাইতি সহ অন্যান্য কার্য কর্তা এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ ওনাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং ডেপুটেশনে কপি ঊর্ধ্বতন কর্তপক্ষকে কাছে পাঠিয়ে দেবেন বলেছেন।