রাজধানীর রাস্তায় পছন্দের কুকুরের সোনার মূর্তি বসালেন প্রেসিডেন্ট



রাজধানীর রাস্তায় পছন্দের কুকুরের সোনার মূর্তি বসালেন প্রেসিডেন্ট


তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুর্বাঙ্গুলি বার্দিমুখামেদোভ। ২০০৬ সাল থেকে তুর্কমেনিস্তান শাসন করছেন বার্দিমুখামেদোভ। কঠোর স্বৈরাচারে শাসিত এই দেশকে বলা হয় বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন রাষ্ট্র। প্রেসিডেন্ট গুর্বাঙ্গুলি বার্দিমুখামেদোভ প্রচণ্ড পচ্ছন্দ করেন কুকুর। আর সেই ভালোবাসা এমন জায়গায় পৌঁছেছে যে রাজধানীর রাস্তায় বসালেন কুকুরের মূর্তি। আর তাও আবার সোনার। 


শুধু কুকুর নয়, মূর্তির প্রতিও একটা টান রয়েছে তাঁর। ব্রোঞ্জে তৈরি, ২৪ ক্যারাট সোনা দিয়ে মোড়া হীরক রাজার দেশে-র স্টাইলে ২০১৫-য় নিজের মূর্তিও বসান তিনি। 


এবার লোকাল ব্রিড, জাতে অ্যালাবাই কুকুরের সোনার মূর্তি তৈরি হল। মূলত ভেড়া চরানোর কাজে ব্যবহার হওয়া এই কুকুর জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে। কুকুর কোলে সংবাদ মাধ্যমে আসতেও দেখা যায় তাঁকে, কবিতা লিখেও উপহার দিয়েছেন, তা নিয়ে আবার গান তৈরি হয়েছে। 



২০১৭ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও জন্মদিনের উপহার হিসেবে তিনি একটি অ্যালাবাইয়ের ছানা উপহার দেন। পুতিন তার নাম রাখেন ভার্নি, রুশ ভাষায় বিশ্বস্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ