ভাইফোঁটার শুভেচ্ছা পাঠান, এখনি DOWNLOAD করুন Facebook Greetings, WhatsApp Status
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপুজোর দুই দিন পরে) এই ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। বাঙ্গালী হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিন উদযাপিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে ।
পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত । সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন । আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ । নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে । সেখানে বিজয়াদশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া ।
আপনার ভাইকে শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস কার্ডে [digital greetings card], এখনি download করে নিন আপনার পছন্দের Digital Greetings Card- আর পাঠিয়ে দিন ভাইয়ের Facebook,Whatsapp, বা Instagram এ এখুনি...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊