ফুটবলের রাজপুত্র মারাদোনা-র মৃত্যু নিয়ে তদন্তে নামল পুলিশ
বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে চির বিদায় জানিয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। যার শোকের ছায়া এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবলবিশ্ব। এর মাঝেই মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির চাঞ্চল্যকর অভিযোগ আনলো মারাদোনার তিন মেয়ে ডালমা, জিয়ান্না ও জানা। এমনকি আপদকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স আসতেও দেরি করেছে বলে অভিযোগ মারাদোনার আইনজীবী মাতিয়াস মারলার।
প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাদোনা মারা গেছেন বলে জানানো হলেও এরুপ চাঞ্চল্যকর অভিযোগ আসায় এবার তদন্তে নেমে পড়ল পুলিশ। বুয়েনস আয়ার্সের স্থানীয় পুলিশ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো লুকের বাড়ি ও ক্লিনিকে হানা দিয়ে শুরু করেছে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথিও। এছাড়াও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দীও নথিভুক্ত করেছে তারা।
লিওপান্ডো জানিয়েছেন, পুলিশ বাড়িতে আসায় অবাক হয়েছি। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মস্তিষ্কের রক্ত জমাট বাধার সফল অস্ত্রোপচারের পর লিও-য়ের তত্ত্ববধানে ছিলেন মারাদোনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊