Latest News

6/recent/ticker-posts

Ad Code

'টাইম ফর প্যাক আপ!' - নতুন জল্পনা উসকে দিল মদন মিত্র!




'টাইম ফর প্যাক আপ!' - নতুন জল্পনা উসকে দিল মদন মিত্র!



একদিকে যখন গেরুয়া শিবিরে যোগদান করলেন উত্তরের কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তখন অন‍্যদিকে মন্ত্রীত্ব ছেড়েছেন দক্ষিনের নেতা তথা সদ‍্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জোর জল্পনা চলছে রাজনৈতিক অন্ধরে তখন জল্পনাকে আরো এক ঢেউ বাড়িয়ে দিল অপর এক হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র। গতকাল ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘টাইম টু প্যাক আপ’। আচমকা নেতার এমন পোস্টে স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়ায়। মন্তব‍্যের তাৎপর্য খুঁজতে উৎসুক সকলেই। চেনা-অচেনা মানুষের ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ছুড়তে থাকেন মদন মিত্রকে। 




এরই মধ্যে জল্পনা উসকে দিয়ে মদন মিত্র প্রশ্নের জবাবে পালটা প্রশ্ন ছোড়েন, ‘আরে প্যাকেট বোঝ, প্যাক আপ বোঝ না?’ পরে দীর্ঘায়িত মন্তব্য করেন, ‘জাহাজেও চড়িনি, চপারেও নামিনি। মানুষের সঙ্গে ছিলাম, হোঁচট খেতে খেতে এই জায়গায় এসেছি।’ তিনি আরও জানিয়ে দেন, ‘মদন মিত্র শের। শের কখনও চুহা মেরে হাত-গন্ধ করে না।’ মন্তব্যের শেষাংশ শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেই দাবি করছেন মদন অনুরাগীদের একাংশ। যদিও খোদ নেতা এই নিয়ে কোনও ব্যাখ্যা দেননি। 


এদিকে শুভেন্দু অধিকারীর একাধিক পদক্ষেপ নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। একের পর এক মন্তব‍্য করলেও জিইয়ে রাখছেন আশা। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code