Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুনিয়ার সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ: স্বামীজির মূর্তি উন্মোচনে মোদী

 


দুনিয়ার সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ: স্বামীজির মূর্তি উন্মোচনে মোদী 


জেএনইউ, যা একসময় সিএএ- এনআরসি আন্দোলনের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিল সেই জেএনইউ-এ স্বামীজির মূর্তি উন্মোচন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীজির মূর্তি উন্মোচন করতে গিয়ে তিনি বলেন, ‘দুনিয়ার সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ।’ পাশাপাশি তিনি আরও বলেন, স্বামীজীর এই মূর্তি সবাইকে প্রেরণা যোগাক, সাহস দিক।


পাশাপাশি এদিন একসময়ের কেন্দ্রের সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র জেএনইউ -এর রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দেশ তখনই আত্মনির্ভর হয়, যখন চিন্তাধারা হয় আত্মনির্ভর। জেএনইউ-তে রাজনীতি নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়।’



জেএনইউ-এর শিক্ষক-পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘আমাদের দেশে বহু ভাবধারা এসে মিলিত হয়ে নতুন ভাবধারার জন্ম হয়। রসবোধকে বাঁচিয়ে রাখতে হবে, তা যেন হারিয়ে না যায়।’


পাশাপাশি, সরকারের কাজের খতিয়ানও পেশ করেন মোদি। কৃষকদের সুরক্ষা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গরিবদের কাছে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিয়েছেন বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code