ছাত্রের মত, মানুষকে মুগ্ধ করার আপ্রাণ চেষ্টা করেন, যোগ্যতা, ধৈর্যের অভাব রাহুলের, সৎ ও নিষ্টাবান মনমোহন: আত্মজীবনীতে ওবামা 


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা-র আত্মজীবনী "A Promised Land"। ওবামার প্রকাশিত এই বইয়ে রাজনৈতিক স্মৃতিচারণ করেছেন তিনি। হোয়াইট হাউসে আট বছর কাটানোর সময়ে এই আত্মজীবনী রচনা করেন তিনি। রাহুল গান্ধী, মনমোহন সিং সহ অন্যান্য বেশ কয়েকটি নেতার চরিত্রগত বৈশিষ্ট্য তুলে ধরেছেন তিনি। 


নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারাক ওবামা রাহুল গান্ধীর চরিত্রগত বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আত্মজীবনীতে বলেছেন, " অনেকটা ছাত্রদের মত তিনি। তাঁর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষকে মুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সমস্যা কাটিয়ে ওঠার ধৈর্য কম"। 



রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা, কম ধৈর্য বলেও উল্লেখ করেছেন তিনি। রাহুল দ্রুত নার্ভাস হয়ে যান বলেও উল্লেখ করেছেন ওবামা। তিনি স্পষ্ট করে বলেন, "এমন এক ছাত্রের মত আচরণ তাঁর। পড়াশোনায় ফাঁকি নেই তাঁর। শিক্ষকের মন জয় করার চেষ্টায় মগ্ন। কিন্তু  পারদর্শিতার অভাব রয়েছে। নেই সেই স্তরের যোগ্যতা, ধর্য্যের অভাবে লক্ষ্যেও পৌঁছাতে পারেন না। কিছু ক্ষেত্রে রাহুল সহজে নার্ভাস হয়ে পড়েন বা ভয় পেয়ে যান"।


২০১৭ সালে ভারত সফরে এসে রাহুলের সঙ্গে সাক্ষাতের পর রাহুল সম্পর্কে এই ধারণার কথা লিখেছেন  ওবামা।  পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন, "মনমোহন একজন সৎ ও নিষ্টাবান মানুষ।'