ফের এক দেশ এক ভোটের পক্ষে জোর সওয়াল করলেন মোদী
ভারতের বর্তমান নির্বাচন কাঠামোর জেরে নষ্ট হচ্ছে প্রচুর অর্থ, নষ্ট হচ্ছে সময় । আর এমন যুক্তি দিয়েই 'এক দেশ, এক ভোটের পক্ষে সওয়াল করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্সদের কনফারেন্সে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যেখানে ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন নিয়ে এখন আর তর্কের অবকাশই নেই। গোটা ভারতজুড়ে কয়েকমাস অন্তর বিভিন্ন রকম ভোট চলে। যেটা আখেরে দেশের প্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।‘
প্রিসাইডিং অফিসারদের বিষয়টা নিয়ে মাথা ঘামাতে বলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও জানান, ‘লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন আমাদের একটাই ভোটার তালিকাও তৈরি করা দরকার। এখন প্রত্যেক ভোটের জন্য আলাদা আলাদা ভোটার তালিকা রয়েছে। কেন আমরা অপ্রয়োজন অর্থ নষ্ট করছি, কেনই বা বাজে সময় ব্যয় করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আর ভিন্ন ভিন্ন তালিকার কোনও দরকার নেই।’
এর আগেও এক দেশ, এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদি। যদিও দেশের বিরোধী দলগুলি যে প্রস্তাবে রাজি নন।
এদিকে, সংবিধান দিবসের দিনেই মোদির প্রস্তাব, সাধারণ মানুষকে সহজ করে দেশের সংবিধান বোঝানোর দায়িত্ব নিতে হবে। মহাত্মা গান্ধির পথ অনুসরণ করে মৌলিক দায়িত্ব পালনের কথাগুলো দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে হবে। মৌলিক দায়িত্ব পালন করা গেলেই সেই পথ ধরে মৌলিক অধিকারও মানুষের দোরগোড়ায় ধরা দেবে বলেও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊