'এবার আলো জ্বলুক, প্রাচুর্য এবং সুখ থাকুক!' - দীপাবলিতে মাতলেন নুসরত, সাদা লেহেঙ্গায় নজর কাড়লেন নাচেও, দেখুন ভিডিও
নানাবিধ নিসেধাজ্ঞাকে সঙ্গে করে আলোর উৎসবে মেতেছে বাঙালি। কালীপূজো ও দীপাবলিতে এবার নিষিদ্ধ বাজি। তবে, থেমে নেই আনন্দ। আলো জ্বালিয়ে ঘরে ঘরে চলছে আলোর উৎসব। উৎসবে মেতেছেন অভিনেত্রীরাও।
দুর্গাপুজার পর এবার কালীপূজাতে নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে উৎসবে সামিল হলেন সাংসদ - অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীপাবলিতে সাদা লেহেঙ্গায় সেজে আলোর রোশনাই-য়ে নিজেকে আনন্দে মাতালেন মিমি। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নুসরত লিখেছেন, ''এবার আলো জ্বলুক, প্রাচুর্য এবং সুখ থাকুক!''
ইন্সটাগ্রামে সাদা লেহেঙ্গায় সেজে আলোর রোশনাইয়ে সেজে সলমান খান ও সোনম কাপুর অভিনীত 'প্রেম রত্ন ধন পায়ে' সিনেমার সুপারহিট গান 'জ্বলতে দিয়ে' -এর গানে নিজের সাজ তুলে ধরলেন সাংসদ - অভিনেত্রী। জানালেন দীপাবলির শুভেচ্ছাও।
দেখুন ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊