Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসছে মনপাখি প্রোডাকশনের নতুন গান 'তোমার রুপসাগরে ...'

  


আসছে মনপাখি প্রোডাকশনের নতুন গান 'তোমার রুপসাগরে ...' 



কোচবিহার জেলার প্রান্তিক শহর দিনহাটা থেকে মাথা চাড়া দিয়ে আসাম-সহ গোটা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে নতুন নতুন গানের উপহার দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে মনপাখি প্রোডাকশন। 


'হামরা কোচবিহার বাসী', 'ভালোবাসং কবারে পায় না', 'আমরা কি আনন্দ করবো না', 'করবো নাকি পুজোয় আনন্দ' সহ একাধিক গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলের কাছে। এবার তাঁরা হাজির করলো আরও একটি নতুন গান 'তোমার রুপসাগরে ...'। 



গানটির লিরিক্স ও টিউনে রয়েছেন মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম এবং সহকারী সেলিম মোমিন। গানটি গেয়েছেন সেলিম মোমিন, অনির্বাণ ও তিতলি। গানের ভিডিওতে অভিনয় করেছেন মিমি, আজিজুল ও রফিকুল ইসলাম। আগামী রবিবার গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code