বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প বীরভূমে
অভীক মিত্র, বীরভূম :
বীরভূম জেলার "কুশমোড় রুরাল হিউমান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটির' উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং 'মানব বন্ধন মঞ্চ'-র সৌজন্যে সম্পূর্ণ হলো আজ বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ।
জানা গেছে , বীরভূম "লায়ন্স ক্লাব অব মুরারই"-এ চৌত্রিশজনের মধ্যে বাইশজনকে অপারেশন-র জন্য নিয়ে যাওয়া হবে 'অপারেশন স্মাইল' এর সংস্থা দুর্গাপুরের আই কিউ সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে । সূত্রের খবর সার্জারি,যাতায়াত,থাকা, খাওয়া সম্পূর্ণ হবে নিখরচায় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊