Latest News

6/recent/ticker-posts

Ad Code

মা হওয়ার পর যেন আরও বেশি করে ঝলসে উঠলেন বলিউডের মডেল অভিনেত্রী অ্যামি জ্যাকসন, উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়




মা হওয়ার পর যেন আরও বেশি করে ঝলসে উঠলেন বলিউডের মডেল অভিনেত্রী অ্যামি জ্যাকসন, উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায় 


মা হওয়ার পর যেন আরও বেশি করে ঝলসে উঠলেন বলিউডের মডেল অভিনেত্রী অ্যামি জ্যাকসন, উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়। 


লক ডাউনের মধ্যেই নিজের বাড়িতেই অভিনব ফটোশ্যুটে মাতলেন অভিনেত্রী। নগ্ন ছবি তুলে শেয়ার করলেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে। চমকে দিলেন ভক্তদের। 
সিং ইস ব্লিং, ফ্রেকি আলি, ২.০-র মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এখন লন্ডনে বিশেষ বন্ধু জর্জ পানায়িট্টুর সঙ্গে রয়েছেন অ্যামি।


২০১৯ সালে জর্জের সঙ্গে বাগদান সেরে ফেলেন অ্যামি জ্যাকসন। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অ্যামি। সেপ্টেম্বরেরই শিশুর জন্ম দিয়েছেন অ্যামি। ২০২০ সালে জর্জ এবং অ্যামি সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা যায় কিন্তু করোনা হানা এবং লকডাউনের জেরেই জর্জ এবং অ্যামির বিয়ে পিছিয়ে যায় বলেই জানা যাচ্ছে। 



অ্যামির নগ্ন ফটোশুট নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code