সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের দার্জিলিং সফর নিয়ে কটাক্ষ বিধায়কের


বুধবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীশ ধোনকড়ের দার্জিলিং সফর নিয়ে আবারও তাঁকে বিধলেন অলিপুরদুয়ার কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী।



দার্জিলিংয়ে রাজ্যপাল যে ভাষায় কথা বলসহেন তা কোন সাংবিধানিক প্রধানের নয় বরং বিজেপি রাজ্য সভাপতির বলে মনে বলে কটাক্ষ করেন সৌরভ চক্রবর্তী।শুধু তাই নয় তার ছাত্র রাজনীতির সময়কাল টেনে সৌরভ বাবু জানান,এত বছরের তার রাজনৈতিক জীবনে এমন কোন সাংবিধানিক প্রধানও তিনি দেখেননি যিনি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে চলেন।রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও রাজ্য সরকারের সাথে তাঁর সম্পর্ক খুব একটা ভালো নয়।তাই তার এই দার্জিলিং সফরকে ভালো চোখে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব।বিধায়ক সৌরভ চক্রবর্তী কড়া ভাষায় রাজ্যপালকে আক্রমণ করে বলেন,তাঁর রাজনীতিতে নেমে,নির্বাচনে লড়াই করা উচিৎ,কেউ তাঁর সমর্থনে নেই।পাশাপাশি সৌরভ বাবু বলেন,তাকে বা তাঁর আচরণ মোটেও ভালো ভাবে নিচ্ছে না বাংলার মানুষ।



উল্লেখ্য কিছুদিন আগে তিনি যখন অলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় শহীদ জাওয়ান বিপুল রায়ের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন,সে সময়ও অলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এলাকা সহ বিভিন্ন জায়গায় রাজ্যপাল বিরোধী পোস্টারিং করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে।এবার সরাসরি সাংবাদিক সম্মেলনে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলা তৃণমূল নেতৃত্ব।