ডিসেম্বরে মিড ডে মিলের খাদ্য দ্রব্য বিতরণের নির্দেশিকা

সংবাদ একলব‍্য: 


মহামারীকালে মানুষের জীবনে এসেছে বিপুল পরিবর্তন l শিক্ষা, শিল্প, বাণিজ্য ও সংস্কৃতি সব দিকেই এর প্রভাব ব্যাপক রূপে প্রভাবিত l



ধীরে ধীরে পরিবর্তন এলেও আগের ছন্দে মানুষ এখনো ফিরতে পারেনি, বিভিন্ন ক্ষেত্রে করোনা বিধিতে কিছুটা শিথিলতা আসলেও শিক্ষা ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্র থেকে রাজ্যগুলি l


কিছু রাজ্য পরীক্ষামূলক ভাবে স্কুল খোলার চেষ্টা করলেও পরিস্থিতি বেগতিক দেখে আবার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে l কবে শিক্ষা প্রতিষ্ঠান গুলি খুলবে তা নিয়ে সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি l


ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন l এই মহামারীকালে শিশুরা যাতে তাঁদের জন্য নির্ধারিত মিড ডে মিলের খাদ্য থেকে বঞ্চিত না হয় সেক্ষেত্রে স্বচেষ্ট পশ্চিমবঙ্গ সরকার l


বিভিন্ন দফায় চাল, ডাল, আলু, ছোলা, মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকদের মধ্যে l নভেম্বর মাসের মত ডিসেম্বর মাসের জন্য বিতরণের নির্দেশিকা পৌঁছে গেল জেলাগুলিতে l


২৭শে নভেম্বর স্কুল চত্বর জীবাণু মুক্তকরণ, ২৯শে নভেম্বর অভিভাবকদের মধ্যে বিতরণের খবর পৌঁছে দেওয়া, ১লা ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ খাদ্য সামগ্রী স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া, ২রা ডিসেম্বর খাদ্য দ্রব্য প্যাকেজিং ও ৩রা ডিসেম্বর থেকে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে l


নভেম্বরের মতো ডিসেম্বরেও ২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে l