মুখ্যমন্ত্রী এখনও আমায় তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাইনিঃ শুভেন্দু অধিকারী
রাজ্য রাজনীতিতে শুভেন্দুর দল পরিবর্তনের জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। মুখিয়ে আছে রাজনৈতিক মহল শুভেন্দুর দিকেই। কিন্তু প্রত্যেকবার ধোঁয়াশা রেখেই চলছেন তিনি। স্পষ্টভাবে কিছুই বলছেন না। সম্প্রতি তৃণমূল নেত্রীর ছবি ছাড়া শুধু শুভেন্দুর ছবির পোস্টার- পোস্টারে 'আমরা দাদার অনুগামী' বারেবারেই রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু। কিন্তু তিনিই কিছুই স্পষ্ট করে বলছেন না। পূর্ব মেদিনীপুরের রামনগরের সভাতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন না শুভেন্দু অধিকারী।
এদিনের সভায় শুভেন্দু বলেছেন, ‘আমি যে পদগুলিতে আছি, সবগুলি নির্বাচিত, মনোনীত নয়।আমি এখনও একটি দলের প্রাথমিক সদস্য।আমি এখনও রাজ্য মন্ত্রিসভার সদস্য।মুখ্যমন্ত্রী এখনও আমায় তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাইনি।নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই।সমবায়িকার মঞ্চ থেকে রাজনৈতিক দল পরিবর্তন করা যায় না।শুভেন্দু অধিকারী স্থান-কাল-পাত্র-ব্যানার জানে'।
রামনগর থেকে তিনি তাঁর অবস্থান স্পষ্ট করতে পারেন বলে মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু তা হল না। এদিকে, তৃণমূলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতারা আলোচনা শুরু করেছেন বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊