Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতা-দিলীপ তরজা, 'ভোটের সময় বাইরে থেকে এসে অনেকে বড় বড় কথা বলে চলে যান' কটাক্ষ মমতার, পাল্টা দিলেন দিলীপ



মমতা-দিলীপ তরজা,  'ভোটের সময় বাইরে থেকে এসে অনেকে বড় বড় কথা বলে চলে যান' কটাক্ষ মমতার, পাল্টা দিলেন দিলীপ 



শাসক-বিরোধী তরজা অব্যাহত। সামনেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে একে একে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে যাতায়ত শুরু করে দিয়েছে। লক্ষ্য ২১। এই অবস্থায় ছট পুজো অভিবাদনে গিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ভোটের সময় অনেকে বাইরে থেকে এসে বড় বড় কথা বলে চলে যান। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। যে কোনও উৎসবে আমরা মানুষের সঙ্গে থাকি।


এদিকে, খিদিরপুরে ভূকৈলাসে ছট পুজোর অভিবাদনে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, বিহারীদের বাহারি বলা হচ্ছে। আগামী নির্বাচনে তারাই জবাব দিতে পারবে কারা বাহারী কারা এখানকার। পাশাপাশি, সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার ছট পুজো আয়োজনে সম্পূর্ণ ব্যর্থ বলেও দাবি করেন তিনি। 



অন্যদিকে পাল্টা দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ছট পুজো আয়োজনে কী কী ব্যাবস্থা নিয়েছে তা ধইঘাটে গিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন আগের মত উতসব পালন করা হচ্ছে না। কোর্টের নির্দেশ মেনে চলুন। ছট পুজোর জন্য পনেরোশো পুকুর ঠিক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code