Latest News

6/recent/ticker-posts

Ad Code

কবি ও সাহিত্যিক সত্য গুহ ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরন সভা শিশু উৎসব কমিটির



কবি ও সাহিত্যিক সত্য গুহ ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরন সভা শিশু উৎসব কমিটির




শিশু উৎসব কমিটি আয়োজনে আশোকনগর কচুয়া মোড়ে অশোকনগর-কল্যাণগড় শিশু উৎসব কমিটির প্রধান উপদেষ্টা , কবি ও সাহিত্যিক সত্য গুহ ও আন্তর্জাতিক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরন সভা অনুষ্ঠিত হয় এদিন। বিশিষ্ট ব্যক্তি গণ বক্তৃতার মধ্য দিয়ে স্মৃতিচারণ করেন। বিভিন্ন ব্যক্তি কবি সত্য গুহ এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর জীবন ধারা, ভাবনা, কর্মকাণ্ড বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরেন। 


বক্তাদের কথায় উঠে আসে কবি সত্য গুহ সারাজীবন কবিতা ও কাব্য রচনা করেছেন। তার সর্বশ্রেষ্ট রচনা একালের গদ্য পদ্য আন্দোলনের দলিল বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে । তিনি চিরকাল বামপন্থা এ বিশ্বাসী ছিলেন। শিশু উৎসবের কর্মকাণ্ডে তার অবদানের কথা বক্তৃতার মধ্যে তুলে ধরা হয়। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত নাটক ও সিনেমা আন্তর্জাতিক স্তরে বহু প্রশংসিত হয় এবং তিনি বহু পুরস্কার অর্জন করেন। তার অভিনয় জগতের বিভিন্ন দিক বক্তৃতায় তুলে ধরা হয়। 


সরকারী সমস্ত স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করে শিশু উৎসব কমিটি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code