Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাস্থ্যবিধি চুলোয় পাঠিয়ে ছটপূজোয় মাতলো বর্ধমান বাসী

করোনার মধ্যেই মুখে মাস্ক ছাড়া দামোদরে চলছে ছটপূজো।


স্বাস্থ্যবিধি চুলোয় পাঠিয়ে ছটপূজোয় মাতলো বর্ধমান বাসী


সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান: 


করোনা সংক্রমনের মধ্যে মুখে বিনা মাস্কেই চলছে ছটপূজোর তোরজোর। সরকারি তথ্য অনুযায়ি রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমানেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড১৯ এর সংখ্যা।সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে এরাজ্যে ও জেলাতে।যদিও করোনা সংক্রমন রুখতে তৎপর রাজ্য ও জেলা প্রশাসন।


সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার সমস্থ ছটপূজো কমিটিদের নিয়ে বৈঠক সারেন জেলাপ্রশাসন। করোনা সংক্রমন রুখতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সোশ‍্যাল ডিসটেন্স ও প্রশাসনিক সমস্ত নির্দেশিকা মেনেই চলছে ছট পূজো, দাবি বর্ধমান ছটপূজো কমিটিগুলোর। তবে সদর ঘাট ও মেমারী ছটপূজো অনুষ্ঠান কেন্দ্রের চিত্র বলছে অন্যকথা।



অধিকাংশ পুণ্যার্থীদের মুখে নেই মাস্ক।স্যানিটাইজারের গন্ধটুকু নেই শরীরের কোন অংশ্য। সোশ‍্যাল ডিসটেন্সের তোয়াক্কা না করেই গায়ে গা ঘেষে চলছে পূজোর আয়োজন। যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর সদর ঘাট, দামোদর নদ ও মেমারি দামোদর নদে পুণ্যার্থীদের ভীড় ছিলো কম।মেমারি ছট পূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নারগিস বেগম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code