Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক নিয়োগ ও টেট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


শিক্ষক নিয়োগ ও টেট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 



আজ নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে শিক্ষক নিয়োগ ও টেট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দুই মাসের মধ্যে শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন তিনি। তিনি জানান, ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট পাশ করেছে। শূন্যপদ ১৬,৫০০। ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 


এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন করে টেট নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন,''প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।'' মুখ্যমন্ত্রী আরও জানান,''সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।''



করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়ে প্রাথমিক শিক্ষক পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেবে বলে জানান তিনি। তিনি আরও জানান, তৃতীয় টেট পরীক্ষার আবেদন পড়েছে আড়াই লক্ষ।
Posted by Sangbad Ekalavya on Wednesday, November 11, 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code