গতির দুনিয়ায় পা বাড়ালো কলকাতা
এবার গতির দুনিয়ায় পা বাড়ালো কলকাতা। ফুটবল, ক্রিকেটে মগ্ন বাংলা। কলকাতার অলিতেগলিতে বেশ জনপ্রিয় খেলা গুলির মধ্যে অন্যতম ফুটবল ও ক্রিকেট। তবে এবার মুম্বাই, চেন্নাইয়ের মতো বড় শহর গুলিতে জনপ্রিয় মোটর স্পোর্টস খেলায় পা বাড়িয়ে দিল কলকাতা। মুম্বাই, চেন্নাইয়ের মতো বড় শহর গুলির সাথে সাথে গত এক দশকে কলকাতাতেও বেড়েছে মোটর স্পোর্টস খেলার জনপ্রিয়তা।
অপেক্ষার অবসান হল মঙ্গলবার। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের উপস্থিতিতে যাত্রা শুরু করল কলকাতা নয়, পূর্ব ভারতের প্রথম রেসিং দল হিসেবে গতির দুনিয়ায় আত্মপ্রকাশ করল কলকাতা জোবা রেসিং (কেজেআর)। ভারতের প্রথম এবং একমাত্র ফরমুলা ওয়ান মার্শাল দেবদত্ত মুখোপাধ্যায় দলের সঙ্গে রয়েছেন। যিনি জন মুখার্জি নামেই বেশি পরিচিত। ফরমুলা থ্রি রেসার তথাগত মুখার্জিও রয়েছেন।
ভারতীয় মোটর স্পোর্টসের দুনিয়ায় ঝড় তুলবে কলকাতা জোবা রেসিং (কেজেআর) এমনটাই আশাবাদী উদ্যোক্তাদেরও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊