ট্রেন চলাচল নিয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


কাল থেকে চলার কথা লোকাল ট্রেনের চাকা। প্রস্তুতি তুঙ্গে। স্টেশন চত্বর থেকে ট্রেনের রুট সব গুছিয়ে নিতে নেমে পড়েছে রেল। ভিড় এড়াতে নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছে রেল ও রাজ্য। এমন পরিস্থিতিতে আজ ট্রেন চলাচল নিয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ট্রেন পরিষেবা বন্ধ রাখার পক্ষে কথা বলল আদালত। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে বিভিন্ন পুজোয় ভিড় নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেখানেই লোকাল ট্রেনের বিষয়ে এই গুরুত্বপূর্ণ নির্দেশটি দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়।


বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "জগদ্ধাত্রী পুজোই হোক বা কালী পুজো, যেসব জায়গায় প্রচুর লোকের জনসমাগম হয়, ওই দিনগুলো সেইসব জায়গায় যেন লোকাল ট্রেন না চালানো হয়। তবে এই বিষয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিক। ভ্যাকসিন আসছে বলেই আমরা আগাম সতর্কতা নেব না। এটা হতে পারে না।"



উচ্চ আদালত জানিয়েছে, ‘দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা নিষিদ্ধ হয়েছে। কিন্তু, ছটপুজো নিয়ে রাজ্যের কোনও পরিকল্পনা নেই।’পাশাপাশি, বাজি নিয়ন্ত্রণ নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে আদালত। বলেছে, ‘বাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ টাস্কফোর্স করলে ভাল হবে। টাস্কফোর্স করলে নজরদারি আরও ভাল হবে।’