বিহারে ফের NDA জোট সরকার গঠনের ইঙ্গিত
বিহার বিধানসভা নির্বাচনের দিকে সারা দেশ, আর কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে ফলাফল l
সকাল টা ভালোই শুরু হয়েছিল মহা জোটের, গণনার শুরুতে কিছু টা বেগ পেলেও পরে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় l
দুপুর গড়াতে চিত্র বদলে যেতে শুরু করে NDA জোট ঝড়ের গতিতে এগিয়ে যায় ১২৬টি আসনে অন্য দিকে মহা জোট ১০৭টিতে এগিয়ে l
তবে নির্বাচন কমিশন সূত্রে ৪৩টির বেশি আসনে এগিয়ে থাকার ব্যবধান হাজারের নিচে যা যেকোনো মুহূর্তে বদলে দিতে পারে ফলাফলের রূপ l
বেলা ২টা পর্যন্ত BJP ৭২টি, JDU ৪৮টি, RJD ৬৬টি, কংগ্রেস ২২টি, BIP ৫টি ও CPI(L) ১৪টি আসনে এগিয়ে আছে, তবে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে এই এগিয়ে থাকাl
২৪৩ টি আসনের লড়ায়ে ১২২ ম্যাজিক ফিগারে শেষ পর্যন্ত কে পৌছাবে সেই দিকে তাকিয়ে গোটা দেশ l
তবে উল্লেখযোগ্য ভাবে BJP ও কমিউনিস্ট পার্টির ভোটের হার বেড়ে গিয়েছে l
গত বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টির ৩ টি আসন দখলে ছিল কিন্তু এবার সব সমীকরণ পাল্টে ১৪টি আসনে এগিয়ে l
সারা দেশের বিভিন্ন জন সমীক্ষায় উঠে এসেছিল বিহার বিধানসভা দখল করতে চলেছে মহা জোট বন্ধন এবং মুখ্যমন্ত্রী হতে চলেছে লালু পুত্র তেজস্বী যাদব, কিন্তু এরকম বেগ থাকলে তা প্রায় অনিশ্চিত l
তবে নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত শুধুমাত্র মোট ভোটের ২০% গণনা হয়েছে এখনো অনেকটাই বাকি সেক্ষেত্রে প্রতিটি মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রত্যেক দলের ক্ষেত্রে l
তবে এরকম ফলাফল বজায় থাকলে NDA জোট সরকার গড়তে চলেছে যার মুখ্য ভূমিকায় থাকবে বিজেপি l
গত নির্বাচনের থেকে অনেক টাই পিছনে নীতিশ কুমারের দল, সংখ্যা গরিষ্ঠতা NDA এর শেষ পর্যন্ত থাকলে কি মুখ্যমন্ত্রী পদ বিজেপির হাতে ছেড়ে দেবেন নীতিশ কুমার সে দিকেই নজর সবার l
অন্যদিকে সূত্রে খবর গণনা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন লালু প্রসাদ যাদব l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊