কালীপুজোর আনন্দ করতে তৈরি হচ্ছেন খাঁটি সাবেকি চেহারায়-ঋতাভরীর নতুন সাজে মুগ্ধ নেট দুনিয়া
কলকাতা, নভেম্বর ১০, ২০২০: কালীপুজো বাঙালির বহু প্রতীক্ষিত এবং সকলের দ্বারা উদযাপিত এক উৎসব। অভিনেত্রী এবং কল্যাণ জুয়েলার্সের আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋতাভরী চক্রবর্তী এই উৎসবের মরসুমে #TraditionOfTogetherness এর ধারা বজায় রাখতে ক্যাটরিনা কাইফ আর ওয়ামিকা গাব্বির সাথে যোগ দিলেন।
সাজপোশাকে দারুণ রুচিবোধের পরিচয় দেওয়ার জন্য প্রসিদ্ধ ঋতাভরী চক্রবর্তী ইন্সটাগ্রামে একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি কালীপুজোর আনন্দ করতে তৈরি হচ্ছেন খাঁটি সাবেকি চেহারায়। ইন্সটাগ্রামে তিনি বলেছেন, “কালীপুজো এসে গেল। শুভেচ্ছা সবাইকে। আমাদের #TraditionOfTogetherness প্রত্যেকটা উৎসবকেই বিশিষ্টতা দেয়। @kalyanjewellers_official এর এই চমকপ্রদ অমেয় সেটে আমি কালীপুজো আর দীপাবলির জন্য তৈরি।”
সাবেকি বাঙালি পোশাক কড়িয়াল শাড়ি পরে ঋতাভরী কল্যাণ জুয়েলার্সের সদ্য লঞ্চ করা অমেয় কালেকশনের একটা অপূর্ব সেটে সেজে উঠেছেন। হিন্দু দেবদেবীদের প্রাচীন আঁকা ছবির অনুপ্রেরণায় এই গয়নাগুলো তৈরি। ঋতাভরী পরে আছেন মুক্তোর হার আর চুনি বসানো ঝুমকা । এই গয়নায় এমন এক আভিজাত্য আর লাবণ্য ফুটে উঠেছে, যা সাধারণত প্রাচীন যুগে ছিল বলে আমরা মনে করে থাকি।
ভিডিওটাতে দেখা যাচ্ছে ঋতাভরী পুজোর জন্য তৈরি হচ্ছেন। বাড়িটাকে প্রদীপ দিয়ে সাজাচ্ছেন আর পুজোর থালা সাজাচ্ছেন। #TraditionOfTogetherness অনুসারে পবিত্র কালীপুজো পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে বাড়িতেই উদযাপন করতে তৈরি হচ্ছেন।
কল্যাণ জুয়েলার্সের উৎসবের গয়নার নতুন সম্ভার অমেয় পান্না আর মুক্তোর সাথে সোনা, হীরে ও অন্যান্য দামী পাথর দিয়ে তৈরি। সাবিক মোটিফের সাথে অ্যান্টিক ডিজাইন, কুন্দন আর পলকির কাজ, ঐতিহ্যের দ্বারা অনুপ্রেরিত মন্দিরের ডিজাইন, পলকাটা হীরে আর মূল্যবান পাথর দিয়ে নাকাশির কাজ --- এগুলো সবই এই সম্ভারে রয়েছে। অমেয় সম্ভারের প্রত্যেকটা গয়নাতেই একটা নেকলেস আর একজোড়া দুলের সেট থাকে। উ ৎ সবের সাজটাকে জমকালো করে তোলার পাশাপাশি সাবেকি ধারা বজায় রাখার জন্য এই সম্ভার দারুণ।
ভিডিওটা দেখুন এখানে.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊