প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস



আমেরিকায় নতুন এক ইতিহাসের সৃষ্টি করলেন ক্যালিফোর্নিয়ার ৫৬ বছরের সেনেটর কমলা। প্রথম মহিলা হিসেবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ইনিই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত হোয়াইট হাউসের বাসিন্দার ডেপুটি নির্বাচিত হলেন। মার্কিন রাজনীতিতে নজির গড়ে এই প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন কোনও কৃষ্ণাঙ্গ মহিলা। ক্যালিফোর্নিয়ার সেনেটর থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হ্যারিস। ভারতের তামিলনাড়ুর থিরুভারুর জেলার পাইগানাডু গ্রামের বাসিন্দা ছিলেন কমলা । 


ভারতীয় সময় শনিবার রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর টুইট করে কমলা হ্যারিস জানান, ‘এটা আমার বা জো বিডেনের নয়, আমেরিকার আত্মা ও আমাদের লড়াই করার মানসিকতার জয়। এখন আমাদের অনেক কাজ করতে হবে। এবার সেগুলো শুরু করা যাক।’



এদিকে ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। টানা ৪ দিন টানটান গণনার পর অবশেষে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রত্যাশা মতো তৃতীয়বারের চেষ্টায় আমেরিকার ৪৬-তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। রিপাবলিকানদের হারিয়ে বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের শাসনক্ষমতা ফের গেল ডেমোক্র্যাটদের হাতে।