ভারত-চিন সম্পর্ক ঘোর সংকটে, মন্তব‍্য বিদেশমন্ত্রীর 


ভারত-চিন সম্পর্ক ঘোর সংকটে, অল ইন্ডিয়া রেডিওতে সর্দার পটেল স্মারক বক্তৃতায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমনি মন্তব‍্য করেন। তিনি বলেন, ‘স্বাভাবিক অবস্থা ফেরাতে দু’দেশের মধ্যে হওয়া চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদল করার যে কোনওরকম চেষ্টাই মেনে নেওয়া যায় না। তিন দশক ধরে ভারত-চিনের সীমান্ত বিষয়ক চুক্তি নিয়ে কোনওরকম সমস্যা হয়নি। কিন্তু অতিমারী ছড়িয়ে পড়ার সময় থেকেই ভারত-চিন সম্পর্কে গভীর সঙ্কট তৈরি হয়েছে।’


সীমান্ত পরিকাঠামোতে জোর দেওয়া হয়েছে বলেই জানান বিদেশমন্ত্রী। রাশিয়া, জাপান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আর্থিক ও প্রযুক্তি বিষয়ক চুক্তি এই সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করে তুলেছে। 



ভারত ও ইউরোপের দেশগুলি কুটনৈতিক সম্পর্ক উন্নতি হয়েছে বলে জানান তিনি। জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।