Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইতিহাস! মা- মেয়ে একসঙ্গে ককপিটে

 


ইতিহাস! মা- মেয়ে একসঙ্গে ককপিটে

বিরল ইতিহাস! মা ও মেয়ে একসাথে ককপিটে। স্কাই ওয়েস্ট এয়ারলাইন্সের ক্যাপ্টেন সুজি গ্যারেট। তিন দশকের বেশি প্লেন চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৩০ বছর আগে বিমান চালানো শুরু করে তিনি। এবার, সেই একই সংস্থায় যোগ দিয়েছেন মেয়ে ডোনা গ্যারেট। শুধু কন্যাই নয়,. সুজি স্বামী ও ছেলেও পাইলট। 


এয়ারলাইন্সের ব্লগে সুজি লিখেছেন, আমরা আমাদের কাজকে খুব ভালোবাসি। অন্য পেশায় আপনি এটা খুব বেশি দেখতে পাবেন না। আমাদের সন্তানেরা কেউই পাইলট হওয়ার কথা ভাবতো না। .. কিন্তু অফিসে বসার পর ওরা দেখুন কতটা খুশি। এটা ওদের চোখ খুলে দিয়েছে।



৩০ বছর আগে যখন এয়ারলাইন্সে যোগ দেন সুজি তখন তাঁর বয়স মেয়ে ডোনার মতই ছিল। তাঁর দীর্ঘ পাইলটের কেরিয়ারে নানান অভিজ্ঞতা অর্জন করেছে। নানান প্রতিকূল পরিস্থিতিকে সামলে আজ তিনি অনেকটা পরিপূর্ণ। মায়ের কাছে সে সব গল্প শুনে ডোনাও মনে মনে নিজেকে তৈরি করেছেন।


সুজি জানিয়েছেন, ডোনা বৈচিত্র ভালোবাসেন। কর্মক্ষেত্র তাঁকে সেই সুযোগ এনে দেবে। মেয়ে ডোনা গ্যারেটের কথায়, আমি যেন গোটা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছি। এটা আমার কাছে দারুণ অনুপ্রেরণা। আমার বাবা এবং মাকে এতদিন দেখে এসেছি। ওদের জীবনযাপন আমার কাছে এক অভিজ্ঞতা, চমৎকার ব্যাপার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code