দুস্থ ছাত্রীদের অভিভাবকদের হাতে শিক্ষাসরঞ্জাম তুলে দিলো দিনহাটা সায়েন্স সেন্টার



আজ দিনহাটা সায়েন্স সেন্টারের পক্ষ থেকে স্থানীয় রাজকুমার জুনিয়র বেসিক স্কুলের ১৫০ জন দুস্থ ছাত্রীদের অভিভাবকদের হাতে শিক্ষাসরঞ্জাম তুলে দেওয়া হল । আজকের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন  রাজকুমার জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি পৌষালি দত্ত , সহকারী শিক্ষিকা শ্রীমতি জুঁই সাহা দেবনাথ প্রমুখ । 



সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মৃগাঙ্ক সরকার , অনির্বাণ তপাদার , সৌম্যতা সরকার , অভয় চন্দ ,সঞ্জয় দেব ,পল্লব দে , ধ্রুবজ্যোতি রায় , প্রলয় বর্মন প্রমুখ । আজকের অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।



ছাত্রীদের খাতা পেন জ্যামিতি বক্স দিয়ে পাশে দাড়ানোর এই প্রচেষ্টায় স্কুল কর্তৃপক্ষ যেমন খুশি হয়েছেন তেমনি  অভিভাবকরা উপকৃত হয়েছেন বলেই জানিয়েছেন তারা।