pic source: indiamart

ডেবিট কার্ডের মতো আধার কার্ড পেতে পারেন আপনিও, খরচ মাত্র ৫০ টাকা 


প্যান কার্ড বা ডেভিড কার্ডের মতো আধার কার্ড। এছাড়াও আকারেও বড়ো। ফলে আধার কার্ড বয়ে বেড়াতে অনেক সমস্যা। ভিজে যাওয়া থেকে চাপ পড়া সবেতেই যেন একটা আলাদা হুশিয়ারি রাখতেই হয়। ফলে এবার অন্যান্য কার্ডের মতো আধার কার্ডও অনায়াসে মানি ব্যাগে নিয়ে বইতে পারে মানুষ তাঁর ব্যবস্থা করল সরকার। 


মাত্র ৫০টাকা খরচ করলেই এখন আপনি পেয়ে যাবেন আধার কার্ডের পিভিসি বেসড কার্ড। ডেভিড বা ক্রেডিট কার্ডের মতোই শক্তপোক্ত। পিভিসি আধার কার্ডে থাকবে QR code. ছবি ও অন্য তথ্যও থাকবে। uidai.gov.in অথবা resident.uidai.gov.in -এর মাধ্যমে এই কার্ড অর্ডার করতে পারবেন। UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে 'Order PVC Card- লিঙ্কে ক্লিক করুন। আপনার আধার নম্বর অথবা ইআইডি দিন। তার পর পেমেন্ট করে অর্ডার করুন।



আবেদনের কিছুদিনের মধ্যেই আপনার পোস্ট অফিস মারফত সেই কার্ড পৌঁছে যাবে আপনার কাছে।আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও এই সুবিধা পাবেন। আবেদন করতে ক্লিক করুন- uidai.gov.in