গঙ্গাজলঘাঁটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সন্মেলন ও কর্মীসভা



SER-23,বাঁকুড়া,১৮ নভেম্বর:

নেত্রীর নির্দেশ মতো  ধারাবাহিক ভাবে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে একাধিক বিষয়ের উপর জোর দিয়েছেন ঘাস ফুল শিবির । পুজোর পর থেকেই বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসেরতরফে । সেই মতো বুধবার গঙ্গাজলঘাটীর ব্লকের গঙ্গাজলঘাটী ব্লক  তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন ও কর্মীসভার আয়োজন করা হয় অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের মাঠে ।


আজকের এই সন্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ চক্রবর্তী,  গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক নিমাই মাজী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী অর্চিতা বিদ, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক হৃদয়মাধব দুবে,গৌতম মিশ্র, সালতোড়া বিধানসভার বিধায়ক স্বপন বাউরী, বাঁকুড়া জেলা পরিষদের কোমেন্টর আশুতোষ মুখার্জী,গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার,  পল্লব পান্ডে সহ তৃণমূলের দলীয় কর্মীরা ।


আজকের এই সভামঞ্চ থেকে কেন্দ্র সরকারের একাধিক নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাস ফুল শিবিরের স্থানীয় কর্মকর্তারা। পাশাপাশি আগামী একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বঙ্গে পুনরায় ক্ষমতা দখল করবে বলে আশাবাদি তারা ।