চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত, শিলিগুড়িতে বসে স্বাস্থ্য থেকে কৃষক, একাধিক বিষয়ে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের 


ফের চরমে রাজ্য- রাজ্যপাল সংঘাত। পাহাড় সফরে এসেছেন রাজ্যপাল জগদীশ ধনেকড়। পাহাড়ে ওঠার আগে শিলিগুড়িতে স্বাস্থ্য থেকে কৃষক, একাধিক বিষয়ে রাজ্যকে আক্রমণ করলেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তোপ দাগেন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। রবিবার রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়।


রাজ্যে ‘কিষাণ সম্মান নিধি প্রকল্প’চালু না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি বলেন, ‘কৃষকদের পথে বসিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র ১২ হাজার টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দিচ্ছে। দশ মাস পর মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। সেখানে বলছেন আমাকে টাকা পাঠাও। সরকার কি মিডলম্যান হিসেবে কাজ করবে? এখানে কেন সরকারকে পাঠানো হবে? সরকারের কাছে জানতেও চেয়েছিলাম। কিন্তু উত্তর পাইনি।'


পাশাপাশি রাজ্যে মোদি সরকারের ‘আয়ুষ্মান ভারত’ চালু না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। ‘আয়ুষ্মান ভারত’ চালু করল না। করোনায় প্রচুর মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালের অবস্থা খুব খারাপ। অহেতুক কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। সব রাজ্য গ্রহণ করেছে। শুধু বাংলা করেনি।'



রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপাল হিসেবে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে ব্যক্তিগত মতামত দিতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি তবে পরিস্থিতি নিয়ে সবকিছু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলে জানান তিনি। 


দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ সুপার-সহ রাজ্যের আমলাদের একাংশের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। দার্জিলিঙের এসপি ডিএম কী ক্যাডার হিসেবে কাজ করছেন? বিমল গুরুঙ্গ এখনও কেন গ্রেফতার হল না? বিমল গুরুঙ্গকে কখনও কেন্দ্র আবার কখনও রাজ্য আশ্রয় দিয়েছে। রাজ্য কি করছে জানি। কেন্দ্র কী করছে জানি না। মেদিনীপুরের এসপি রিপোর্ট দিয়েছে।' 


ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গে জনগণ ভোট দিতে পারে না, তৈরি হয় আতঙ্ক বলেও মন্তব্য করেন তিনি। রবিবার থেকে একমাসের পাহাড় সফর রাজ্যপালের ।