ইউরোর চূড়ান্ত ২৪ এ কোন কোন দল, দেখে নিন এক নজরে
করোনা সংক্রমণ একে একে পিছিয়ে একাধিক টুর্ণামেন্ট। সেই তালিকা থেকে বাদ যায়নি ইউরো কাপ। ২০২০ সালে জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। এখন তা ২০২১ সালের জুন-জুলাই মাসে।
একনজরে ইউরো ২০২০ এর গ্রুপ ভিত্তিক দল-
গ্রুপ এ -
- ইতালি
- তুরস্ক
- ওয়েলস
- সুইত্জারল্যান্ড
গ্রুপ বি -
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- বেলজিয়াম
- রাশিয়া
গ্রুপ সি -
- নেদারল্যান্ডস
- ইউক্রেন
- অস্ট্রিয়া
- নর্থ ম্যাসিডোনিয়া
গ্রুপ ডি -
- ইংল্যান্ড
- ক্রোয়েশিয়া
- স্কটল্যান্ড
- চেক প্রজাতন্ত্র
গ্রুপ ই -
- স্পেন
- সুইডেন
- পোল্যান্ড
- স্লোভাকিয়া
গ্রুপ এফ -
- পর্তুগাল
- ফ্রান্স
- জার্মানি
- হাঙ্গেরি
এবারই প্রথম ইউরোপের ১২টি শহরে হবে ইউরো কাপের লড়াই। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া। ১৯৯৮ সালে বিশ্বকাপের পর আবার ফুটবলের বড় প্রতিযোগিতায় স্কটল্যান্ড।
The #EURO2020 groups are set! 🤩
— UEFA EURO 2020 (@EURO2020) November 12, 2020
Which game are you looking forward to most?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊