দিনহাটায় এস ডিও শেখ আনসারের বদলে আসছেন হিমাদ্রী সরকার
![]() |
credit:Ansar Shaikh fb |
দিনহাটায় এস ডিও শেখ আনসারের বদলে আসছেন হিমাদ্রী সরকার। জানা গিয়েছে দিনহাটার মহকুমা শাসক কোচবিহারের এ ডি এম পদে উন্নীত হচ্ছেন l তাঁর স্থানে দিনহাটায় মহকুমা শাসক হিসেবে আসছেন হিমাদ্রি সরকার l হিমাদ্রী সরকার এর আগে পূর্ব মেদিনীপুরের DL & LRO পদে নিযুক্ত ছিলেন।
প্রসঙ্গত গত ২ নভেম্বর রাজ্যের ৭ জেলার জেলাশাসককে বদলি করেছে রাজ্য সরকার। একুশের বিধানসভা নির্বাচনের আগে ১৮৯ জন WBCS অফিসারকে বদলির নির্দেশ দিল নবান্ন। আগে আরও ১৯২ জন WBCS অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়।
গত পরশু নবান্নের তরফে ১৮৯ জন WBCS অফিসারের বদলির নির্দেশিকা জারি করা হয়। সব মিলে গত কয়েক দিনে মোট ৪০০ WBCS অফিসারকে বদলি করা হল।
নবান্ন সূত্রে খবর, এসব রুটিন বদলি। গত ৩ বছর ধরে একই পদে ছিলেন ওইসব অফিসাররা। নিয়ম অনুয়ায়ী তাদের বদলি হওয়ারই কথা ছিল। পাশপাশি, নির্বাচনের আগে এরকম বদলি রুটিন বিষয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊