নতুন রূপে আসছে PUBG, ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা
ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও গণ-শৃঙ্খলা রক্ষার কথা জানিয়ে কিছুদিন আগেই ১১৮ টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক । ভারত-চিন মুখোমুখি সংঘর্ষের পর এইভাবে ডিজিটাল স্ট্রাইক চালায় ভারত। ফলে বহু জনপ্রিয় চিনা অ্যাপ ব্যবহার বন্ধ হয়ে গেছে ভারতে। সেই তালিকায় ছিল জনপ্রিয় মোবাইল গেম পাবজি। সম্প্রতি PUBG মোবাইল গেমের যাবতীয় সুযোগ সুবিধা ভারতীয় গেমারদের জন্য বন্ধ করে দেওয়া হয় ।
তবে PlayerUnknown's BattleGround (PUBG) এর নির্মাতারা পুনরায় সম্পুর্ণ নতুন রূপে পাবজীর মতন একটি মোবাইল গেম লঞ্চ করবার চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, সংস্থাটি দেশে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে এই গেমের জন্য। যদিও নতুন এই গেমটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায় নি। তবে সংস্থা জানিয়েছে-
“ভারতীয় খেলোয়াড়ের ডেটা গোপনীয়তা এবং সুরক্ষা পিইউবিজি কর্পোরেশনের শীর্ষস্থানীয় হওয়ার কারণে, সংস্থাটি সুরক্ষাকে শক্তিশালী করতে এবং তাদের ডেটা নিরাপদে পরিচালিত হয়েছে তা নিশ্চিত করার জন্য ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য তথ্য ধারণকারী স্টোরেজ সিস্টেমগুলিতে নিয়মিত নিরীক্ষা ও যাচাই করবে।”
1 মন্তব্যসমূহ
Thank you for sharing,
উত্তরমুছুনand nice articles you have here buy painkillers online
moreover the admin of this
site has really worked hard for all this
once more thanks for sharing your articles.
We decided that the "stroad" bike lane on Delaware
Ave was not good for families
so we used the river route to the park
mobile price in bd
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊