করোনা কে উপেক্ষা করে দিনহাটায় অনুষ্ঠিত হলো ছট উত্সব
শুভাশিস দাশ, দিনহাটাঃ
করোনা কে উপেক্ষা করে দিনহাটায় অনুষ্ঠিত হলো ছট উত্সব । শুক্র ও শনি বার এই উত্সবে দিনহাটার প্রধান ঘাট থানা দিঘীতে প্রচুর ভক্তের সমাগম দেখা যায় ।
শুক্রবার বিকেলে ছট উপাসক রা জলে নামেন এবং শনি বার ভোর রাতে ও তাঁরা জলে নেমে সূর্যের বন্দনা করেন ।
দিনহাটা পৌরসভার তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয় । এই উত্সবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কে শামিল হতে দেখা যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊