শ্যামাপূজা উপলক্ষে শীতবস্ত্র বিতরণ লোকপুর থানার উদ্যোগে 


খয়রাশোল ব্লকের লোকপুর থানার নতুন ভবন চত্বরে আয়োজিত শ্যামাপূজা উপলক্ষে এলাকার শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় লোকপুর থানার পুলিশের উদ্যোগে গতকাল সন্ধ্যায়। করোনা আবহে পেরিয়ে আসা পূজা পার্বন যে ভাবে করোনা সতর্কতা অবলম্বন করে পালিত হয়ে আসছে তার জন্য এলাকাবাসীদের ধন্যবাদ জানান পুলিশের পক্ষ থেকে। আগামী দিনে ও সমস্ত বিষয়ে এলাকাবাসী পুলিশ প্রশাসন কে অনুরূপ ভাবে সহযোগিতা করার আহ্বান জানান ।



এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার কাশিনাথ মিস্ত্রি ,চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি মহম্মদ মিকায়েল মিয়া, এস আই রতন চন্দ্র সেন, অধ্যাপক রবীন ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। 


শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী খোকন চৌধুরীর মা,বিধবা তৃষ্ণা বাগ্দী,বিধবা খাইরুন বিবি প্রমুখ ব্যাক্তিবর্গ শীতবস্ত্র পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের চোখে মুখে হাসির রেখা দেখা যায়। স্থানীয় কচিকাঁচাদের নিয়ে ছোট্ট একটি সা্ংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।