রাজ্যজুড়ে ছট পুজো নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল হাইকোর্ট 


রাজ্যজুড়ে ছট পুজোর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে প্রতি পরিবার পিছু ২ জন করে সদস্য জলে নেমে পুজো করতে পারবেন। তবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো পুরোপুরি বন্ধ। আগেই রবীন্দ্র সরোবরে ছটপুজো নিষিদ্ধ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।


কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, “হাইকোর্ট ছট পুজোর শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। পরিবার প্রতি অন্তত দুজন সদস্য জলে নেমে পুজো করতে পারবেন। পুণ্যার্থীরা গাড়ি করে আসবেন। সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। এবং সবাইকে জলে নামার অনুমতি দেওয়া যাবে না।” সবাইকে মাস্ক পরে থাকতে হবে। পরিবারের বাকি সদস্যরা বাড়ি থেকেই ছট পুজোর নিয়মকানুন পালন বা পর্যবেক্ষণ করবেন।



নভেম্বরের শুরুতেই বাজি নিষিদ্ধ করেছে হাইকোর্ট। ৩০ নভেম্বর পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি থাকবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও একই নিষেধাজ্ঞা দেয়। বাজি বিক্রিও নিষিদ্ধ, পুলিশকে নজরদারি করার নির্দেশও দেওয়া হয়েছে। 


উৎসবের দিন জমায়েত এড়াতে বিভিন্ন এলাকায় ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করতে চলেছে রাজ্য প্রশাসন বলে সূত্রের খবর।